বাঞ্ছারামপুরে বন্যপ্রাণী হাতি দিয়ে চাঁদাবাজি: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে
মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্যপ্রাণী হাতি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন দুষ্কৃতিকারী হাতি নিয়ে গ্রাম-গঞ্জ ও বাজার এলাকায় ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে।
এ ধরনের কর্মকাণ্ড শুধু বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন নয়, বরং সরাসরি চাঁদাবাজি ও জননিরাপত্তার জন্য হুমকি। ভুক্তভোগীদের অভিযোগ, হাতির ভয় দেখিয়ে দুষ্কৃতিকারীরা অনেক সময় অতিরিক্ত অর্থ দাবি করে এবং টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শন করে।
প্রশ্ন উঠেছে—এমন অবৈধ কর্মকাণ্ড চলতে থাকলেও কেন স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না? অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরবতা দুষ্কৃতিকারীদের আরও সাহসী করে তুলছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হাতি সংরক্ষণের জন্য দেশে কঠোর আইন রয়েছে এবং অনুমতি ছাড়া হাতি দিয়ে কোনো ধরনের প্রদর্শনী বা অর্থ আদায় আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবিলম্বে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।