1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন

রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 


পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন

রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৬৭০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৮৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন

আজ রোববার সকালে প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলের বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পায় ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। তবে বোর্ডের ফলাফলে অসন্তুষ্ট হয়ে ৪৯ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন

ফল পরিবর্তিত হওয়া ৬৭০ জনের মধ্যে নতুন করে পাস করা ১৮৭ জনের মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছে ২৩ জন, ‘এ মাইনাস’ ৩৩ জন, ‘বি’ ২৩ জন, ‘সি’ ৩৪ জন এবং ‘ডি’ ৭৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পাওয়া ২৭১ জনের মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন, ‘এ মাইনাস’ থেকে ৩ জন, ‘বি’ থেকে ২ জন এবং ‘সি’ থেকে ১ জন। এ ছাড়া, ‘এ মাইনাস’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে ১৩৩ জন, ‘বি’ থেকে ‘এ মাইনাস’ ৫৫ জন, ‘বি’ থেকে ‘এ’ গ্রেড ৩ জন, ‘সি’ থেকে ‘বি’ গ্রেড ১৩ জন, ‘সি’ থেকে ‘এ মাইনাস’ ৪ জন এবং ‘ডি’ থেকে ‘সি’ গ্রেডে উন্নীত হয়েছে ৪ জন।

অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, উত্তরপত্রে নম্বর যোগফলের ত্রুটি এবং কিছু শিক্ষকের দায়িত্বহীনতার কারণে ফলাফলে এই পরিবর্তন এসেছে। তিনি বলেন,

“সব শিক্ষক সমান নন। কিছু শিক্ষক দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছেন। প্রশ্নপত্রেও কিছু সমস্যা ছিল—কিছু প্রশ্নে চারটি উত্তরই সঠিক ছিল, কিন্তু খাতা মূল্যায়নের সময় তা খেয়াল করা হয়নি। এবার অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা প্রাপ্য ফলাফলই পেয়েছেন।”

তিনি আরও জানান, দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁদের খাতা মূল্যায়নের দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।