রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল গোড়া ভায়া তালুকদার বাজার পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পার্শ্ববর্তী ইউনিয়নের জনসাধারণ।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তালুকদার বাজার সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দক্ষিণ সালামপুর মাঈনুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খান।
মানববন্ধনে বক্তব্য রাখেন—জামলা নিবাসী মোঃ আমিনুল ইসলাম শাহিন খান, উত্তর শ্রীরামপুরের মোঃ জাকির হোসেন হাওলাদার, জামলার মোঃ গোলাম কিবরিয়া, ৫নং ওয়ার্ডের খন্দকার মিজানুর রহমান, দক্ষিণ শ্রীরামপুরের মনিরুল ইসলাম শুজুর, সোহাগ খান, রবিউল ইসলাম আব্বাস, মৌকরুন ইউনিয়নের খলিলুর রহমান এবং মুরাদিয়া ইউনিয়নের লিটন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ৫০ বছর আগে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর থেকে কখনো পাকাকরণ তো দূরের কথা, মেরামতও হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রাস্তায় কাদা ও খানাখন্দ তৈরি হয়ে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। ফলে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। অথচ এ রাস্তা দিয়ে প্রতিদিন চারটি ইউনিয়নের সহস্রাধিক মানুষ উপজেলা শহর দুমকি ও জেলা শহর পটুয়াখালীতে যাতায়াত করে। এছাড়াও তালুকদার বাজার ও কলবাড়ি বাজারের ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নির্মাণ সামগ্রী পরিবহনে ভোগান্তি পোহাচ্ছেন।
বক্তারা জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন, এলজিইডি, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে দুমকির শ্রীরামপুর, মৌকরুন, মুরাদিয়া, লেবুখালী ও লাউকাঠী ইউনিয়নের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।