নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের
স্টাফ রিপোর্টার | মো: রায়হান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট নেতাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
এদিন তিনি গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ), গণঅধিকার পরিষদ, আমজনতা দল, এনডিএম, জন অধিকার পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি সমমনা দল ও জোট নিয়েই নির্বাচনে অংশ নেবে এবং পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করবে। যথাসময়ে নির্বাচন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপরও জোর দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে। ৫ আগস্ট বহুলপ্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে, হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এখন তারা চায় সামনের দিনগুলো ভালো হোক। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা হলো একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা। আমরা যদি সঠিক ও স্বচ্ছ পদ্ধতি ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তবে সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব।”
একই দিনে রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়েও তিনি এ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি দেশের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যতের কাণ্ডারি ও প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান একজন প্রখ্যাত চিকিৎসক। তাই দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে তিনি বিশেষ গুরুত্ব দেবেন।”