খন্দকার নিরব, স্টাফ রিপোর্টার
“আপনার পুলিশ, আপনার পাশে” এবং “তথ্য দিন, সেবা নিন” স্লোগানকে সামনে রেখে তজুমদ্দিন থানায় অনুষ্ঠিত হয়েছে পুলিশের ‘ওপেন হাউজ ডে’। শনিবার বিকেল ৪টায় থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি জনগণের অভিযোগ ও মতামত শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পুলিশ সুপার মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা দেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচিত বাক প্রতিবন্ধী মো. কবিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ মহাব্বত খান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি।