শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার
যশোরের চৌগাছা পৌরসভা পৌরবাসীর সুবিধার্থে পুরাতন কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় (মূর্তির মোড়) স্থাপন করেছে সুবিশাল একটি টাওয়ার লাইট। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে ক্রেনের মাধ্যমে টাওয়ার লাইটটি স্থাপন করা হয়।
লাইট উদ্বোধনের সময় শতশত মানুষ সেখানে ভিড় করেন এবং নতুন আলোতে আলোকিত মোড় দেখে করতালির মাধ্যমে উদ্যোগটিকে স্বাগত জানান।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ওই স্থানে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে জায়গাটির নাম পরিচিত হয় ‘মূর্তি’ বা ‘ভাস্কর্য মোড়’ নামে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর উৎসুক জনতা ভাস্কর্যটি অপসারণ করেন।
এরপর চৌগাছা উপজেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে সেখানে টাওয়ার লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়। পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত এই টাওয়ার লাইট শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে স্থাপন সম্পন্ন হয়।
সচেতন মহলের ধারণা, এখন থেকে পৌরসভার প্রাণকেন্দ্র বলে খ্যাত এই মোড়টি ‘পৌর টাওয়ার চত্বর’ নামে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে।