গুণগত মান উন্নয়নে চৌগাছা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ১৩ বছর পর আবারও চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার, মো: রায়হান
যশোরের চৌগাছা ৫০ শয্যা সরকারি হাসপাতাল গুণগত মান উন্নয়নের স্বীকৃতি হিসেবে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০১২ সালে একবার এ সম্মাননা পাওয়ার পর দীর্ঘ ১৩ বছর পর পুনরায় হাসপাতালটি সেই হারানো গৌরব ফিরে পেল।
শনিবার ঢাকার সুনামধন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে চ্যাম্পিয়নের ক্রেস্ট গ্রহণ করেন চৌগাছা ৫০ শয্যা সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাকসুদা খাতুন। রোববার সেই ক্রেস্ট আনুষ্ঠানিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমির হাতে তুলে দেন তিনি।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীনসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় ডা. মু. আহসানুল মিজান রুমি বলেন,
“এই চ্যাম্পিয়ন হওয়ার ক্রেস্ট চৌগাছাবাসীর। তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত বড় একটি প্রতিষ্ঠান এভাবে এগিয়ে যেতে পারত না। আগামীতেও সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”