মো: রাজিব হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ঊর্মি খাতুন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে এবং মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের স্ত্রী। দম্পতি হাউজিং এলাকার এফ ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের ব্যবসা করতেন।
নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করে জানান, প্রায় পাঁচ বছর আগে ঊর্মির দ্বিতীয় বিয়ে হয় রানা খানের সঙ্গে। রানা মাদকাসক্ত এবং এ কারণে একাধিকবার কারাগারে ছিলেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। পারিবারিক কলহের জেরে রানা খানের মারধর ও শ্বাসরোধে তাঁর বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঊর্মির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে ঊর্মিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী পলাতক, তাঁকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।