মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড, কক্সবাজারের উখিয়ার মেয়ে শাহেদা আক্তার রিপা প্রথমবারের মতো দেশের বাইরে কোনো পেশাদার ফুটবল ক্লাবে যোগ দিলেন। ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব–এর হয়ে আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তির মাধ্যমে রিপা বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন।
গত শুক্রবার রিপা রয়েল থিম্পু কলেজের টিমে যোগ দেন এবং আজ রোববার থেকেই নিয়মিত অনুশীলনে অংশ নেবেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৭ আগস্ট লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে রিপা প্রথম ম্যাচেই মাঠে নামবেন।
জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা রিপার এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ, খেলোয়াড় ও সমর্থকরা। তারা মনে করছেন, রিপার অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের এবং এটি আরও অনেক তরুণীকে আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য অনুপ্রাণিত করবে।