আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিলের দাবিতে বুধহাটায় জামায়াতের বিক্ষোভ
আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) মাল্টিমিডিয়া প্রতিনিধি।।
আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল, আশাশুনিকে স্বতন্ত্র আসন ঘোষণা এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় বুধহাটা ইউনিয়ন জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে। বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আঃ ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এবং সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা বেলাল হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আসাফুর রহমান, ওয়ার্ড সভাপতি মাওঃ আঃ সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ।