সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় শ্মশান ঘাটে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার বিকেলে আয়োজিত এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল—শ্মশান ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুল গাছের চারা রোপণ এবং ডাস্টবিন স্থাপন।
দিনভর কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যরা শ্মশান ঘাটের বিভিন্ন স্থানে ঝাড়ু দেন, ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং পরবর্তীতে বিভিন্ন জাতের ফুল গাছের চারা রোপণ করেন। পাশাপাশি, দর্শনার্থীদের জন্য ডাস্টবিন স্থাপন করা হয় যাতে ভবিষ্যতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্মশান পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সুজিত দাস, এলাকার প্রবীণ মুরব্বি যতীন্দ্র মোহন তালুকদার, ফাউন্ডেশনের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সদস্য মিঠুন তালুকদার, লিকছন বর্মন, সুব্রত বর্মন, সাগর দাশ, সেবক দাশ, অমি দাস গুপ্ত, স্বপ্নীল চৌধুরী, নীরব বর্মন, সুযিত বর্মন প্রমুখ।
টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, “পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব। শ্মশান ঘাটের মতো পবিত্র স্থান পরিচ্ছন্ন রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।”
সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু জানান, “পরিবেশ রক্ষা ও ধর্মীয় স্থানের মর্যাদা বজায় রাখাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এরকম সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”
শ্মশান পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সুজিত দাস বলেন, “এই উদ্যোগ কেবল পরিবেশ রক্ষায় নয়, মানুষের সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতে এ ধরনের কাজে সহায়তা অব্যাহত রাখব।”
প্রবীণ মুরব্বি যতীন্দ্র মোহন তালুকদার জানান, “এটি শুধু সেবা নয়, একটি ধর্মীয় কর্তব্যও বটে। নতুন প্রজন্মকে এভাবে কাজ করতে দেখে আমরা আনন্দিত।”