সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হয়রানির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব। সংগঠনের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমুখ।
বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে গিয়ে তুহিন সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন। আজ সাংবাদিকতা পেশা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকরা মিথ্যা মামলা, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের কণ্ঠ রোধের অপচেষ্টা চলছে। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে।