রাজশাহীতে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী জেলা সার্কিট হাউসে ভার্চ্যুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকৃত ৯টি প্রকল্পের মধ্যে রয়েছে—
ভিত্তিপ্রস্তর স্থাপিত ৩টি প্রকল্প হলো—
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকালে আসিফ মাহমুদ হেলিকপ্টারযোগে রাজশাহীতে পৌঁছে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উদ্বোধন শেষে তিনি নাটোরে গিয়ে নাটোর সদরের মিনি স্টেডিয়াম উদ্বোধন ও জেলা পরিষদে আলোচনা সভায় যোগ দেন। পরে রাজশাহী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
আসিফ মাহমুদ জানান, বিকেলে রাজশাহীতে ফিরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।