রাজশাহীতে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতি, ক্ষতি ৬৩ লাখ টাকা
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলা করেন হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মামলায় নগদ অর্থ ও যন্ত্রপাতি লুটসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের এবং পরে ভেতরে থাকা শ্রমিকসহ মোট ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে তারা। প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে।
ডাকাতরা অফিসকক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়। ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
দেশ কোল্ড স্টোরেজে বর্তমানে ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে। অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হলেও, স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।