1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ | দৈনিক সংবাদ ৭১
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

স্টাফ রিপোর্টার: আবিদ হাসান আব্দুল্লাহ
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 


যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

স্টাফ রিপোর্টার: আবিদ হাসান আব্দুল্লাহ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি। একাত্তরের পক্ষে না বিপক্ষে—এই বাইনারির (দুই ধারার) ওপর ভিত্তি করে তৈরি রাজনীতিকে গ্রহণ করতে কেউ আগ্রহী নয়। যারা এখনো এই পুরোনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি সেকেলে রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে নিতে চায়।”

শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘৭১ ও ২৪’ শিরোনামে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লিখেছেন, একাত্তরের সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা চব্বিশের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ঘোষণা করা হয়েছে। মুজিববাদ যেখানে একাত্তরকে ভারতীয় বয়ানের মধ্যে ঢুকিয়ে জাতীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল, সেখানে চব্বিশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা ‘একাত্তরের পক্ষে না বিপক্ষে’—এই পুরোনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে সেকেলে রাজনৈতিক কাঠামোতে ফেরাতে চায়। চব্বিশ থেকে আমাদের নতুন সূচনা করতে হবে, যা গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি মুজিববাদসহ সব ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়ে বলেন, একাত্তর ইতিহাসে থাকবে, কিন্তু রাজনৈতিক বৈধতার ওপর আধিপত্য করবে না। সাতচল্লিশকেও ঐতিহাসিক মর্যাদায় স্মরণ করা হবে, তবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

চব্বিশ প্রতিশোধের জন্য ছিল না উল্লেখ করে নাহিদ বলেন, “চব্বিশ হলো জাতীয় ঐক্য ও পুনর্মিলনের ক্ষেত্র। ভবিষ্যৎ গড়ে তুলতে হবে ঐকমত্য, সহমর্মিতা ও যৌথ দায়িত্বের ভিত্তিতে—প্রতিশোধের চক্রের মাধ্যমে নয়।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।