দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক আমির হোসাইন এবং সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, এবাদুল হক, আমির হোসাইন, মিজানুর রহমান, আতিকুল ইসলাম ও সাকিব হোসেন প্রমুখ। বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এসময় দুমকি উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।