গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
শফিকুল বারী, স্টাফ রিপোর্টার
গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ. আর. জুয়েলের সঞ্চালনায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আইনজীবী, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তব্য রাখেন—জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি জাঙ্গীর আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়, গণতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং গণমাধ্যমের উপর সরাসরি হুমকি সৃষ্টি করা। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।