গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে জলঢাকায় মানববন্ধন
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর জলঢাকায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় জলঢাকা প্রেসক্লাবের আয়োজনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানি ডলার, সাধারণ সম্পাদক শাহজাহান সুজন, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এন আই মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি তুলতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এ হত্যাকাণ্ডসহ অতীতের সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার এবং দোষীদের ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধনে।