আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) গাবতলী শাখার উদ্বোধন
আপেল মাহমুদ
ব্যুরো প্রধান, বগুড়া
বগুড়া:
জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের গাবতলী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে গাবতলীর দুর্গাহাটা ভূমি অফিস মাঠে এক আলোচনা সভার মাধ্যমে এ উদ্বোধন করেন দক্ষিন এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি আনন্দ মোহন সরকার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্টের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ আহাদ আলী। আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম, দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রাক্তন শিক্ষক আব্দুল বারী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএইচআরসি গাবতলী উপজেলা শাখার সভাপতি মোঃ সোহাগ সরকার। এসময় উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
সভায় বক্তারা মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।