হোমনা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের রাজনৈতিক ইউ-টার্ন, বিএনপির সান্নিধ্যে নতুন বিতর্ক
দৈনিক সংবাদ ৭১ | মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার
কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকা এবং নিজেকে ‘শেখ পরিবারের ঘনিষ্ঠ’ বলে দাবি করে আসা এই নেতা হঠাৎ করেই অবস্থান বদলিয়ে বিএনপিপন্থি কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোজাম্মেল হক বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে হোমনা উপজেলার রাজনৈতিক অঙ্গনে ইউনু ক্ষেমালিকা চাকমার সঙ্গে উপজেলা অফিসে তার একাধিকবার দেখা করার ঘটনা ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক কৌশলের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার। তাদের ভাষ্য, “মোজাম্মেল হক কি আওয়ামী লীগের কোনো ‘পুনর্বাসন প্রক্রিয়া’ বাস্তবায়ন করছেন, নাকি ব্যক্তিগত স্বার্থে অবস্থান বদলে ফেলছেন—তা খোলাসা হওয়া দরকার।” তারা বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে মোজাম্মেল হকের বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।