বিলাইছড়ি উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের সঙ্গে
রাঙ্গামাটি প্রতিনিধি | মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
রাঙ্গামাটির জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ১টা নাগাদ রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির, যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক বিভিন্ন বিষয়ের চিত্র জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
জেলা প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
বিলাইছড়ি উপজেলা বিএনপি এই সাক্ষাৎকে গণতান্ত্রিক সৌজন্যচর্চার অংশ হিসেবে উল্লেখ করেছে।