স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
দৈনিক সংবাদ ৭১
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক অতিষ্ঠ পিতা। এলাকাবাসীর সহযোগিতায় তিনি নিজ হাতে ছেলেকে ধরে থানায় নিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার ২৩ বছর বয়সী ছেলে সোহাগ হাওলাদারকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে এবং এলাকার শান্তি রক্ষার্থে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হন।
স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ও বারেক মেম্বারসহ অন্যান্যদের সহযোগিতায় সোহাগকে আটক করে দুমকি থানায় নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, সোহাগ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, শিক্ষার্থীদের উত্যক্ত করা ও পাড়া-মহল্লায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার রাতে সে একই গ্রামের মুক্তিযোদ্ধা শহীদ জসিম হাওলাদারের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে তার পিতা স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ছেলেকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সোহাগ হাওলাদারকে চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”