মো. মাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
৮ আগস্ট ২০২৫, বাগেরহাট
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যত ভেঙে পড়েছে। প্রায় দুই লাখ মানুষের জন্য মাত্র তিনজন ডাক্তার দিয়ে চলছে পুরো উপজেলা স্বাস্থ্যসেবা। অথচ কিছুদিন আগেও এটি ছিল বাগেরহাট জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর একটি।
একসময় এ প্রতিষ্ঠানে ৪ জন মেডিকেল অফিসার এবং ৩ জন কনসালটেন্ট কর্মরত ছিলেন। তবে সরেজমিনে গিয়ে জানা গেছে, বর্তমানে ৭ জন চিকিৎসকের মধ্যে ৪ জনই ডেপুটেশনে অন্যত্র নিয়োজিত। ফলে মাত্র ৩ জন ডাক্তার দিয়েই জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা চালাতে হচ্ছে, যা একেবারেই অপ্রতুল।
এই সংকটে সাধারণ রোগীরা যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি অবশিষ্ট ডাক্তাররাও রোগীর চাপ সামাল দিতে না পেরে অধিকাংশ ক্ষেত্রে রোগীদের রেফার্ড করছেন আশপাশের ক্লিনিক বা হাসপাতালে। এর ফলে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকগুলো সুযোগ নিচ্ছে অসহায় জনগণের কাছ থেকে উচ্চমূল্যে সেবা দিয়ে।
ফকিরহাটবাসীর দাবি, দ্রুত জনবল সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হোক। তারা স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।