স্টাফ রিপোর্টার: আবিদ হাসান আব্দুল্লাহ
দৈনিক সংবাদ ৭১
আলোচিত ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়িত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম অর্থপাচারের মামলায় বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ড থেকে হাইকোর্টে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি বিচারিক আদালত জি কে শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় তার সাতজন দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সেই রায়ে বিচারক মন্তব্য করেন, “অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শ লালন করে না।”
বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম, যা হাইকোর্ট মঞ্জুর করে।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র্যাব রাজধানীর নিকেতন এলাকায় জি কে শামীমের বাসা ও অফিসে অভিযান চালায়। সেখান থেকে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, নগদ ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়।
পরদিন (২১ সেপ্টেম্বর) র্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। পরে, ২০২০ সালের ৪ আগস্ট সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১০ নভেম্বর মামলার বিচার শুরু হয়।