সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক সংবাদ ৭১
সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন’। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক।
এ সময় বক্তব্য রাখেন—
বক্তারা বলেন, “সিলেট-সুনামগঞ্জ সড়কে দিন দিন যানবাহনের অব্যবস্থাপনা ভয়াবহ রূপ নিচ্ছে। ফিটনেস বিহীন ও লক্করঝক্কর যানবাহন চলাচল করছে। অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন হেলপারদের বেপরোয়া গতিতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।”
তাঁরা আরও অভিযোগ করেন, “প্রশাসনের উদাসীনতায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার ফলে সড়কে মৃত্যুর মিছিল দিনদিন দীর্ঘ হচ্ছে। এসব অব্যবস্থাপনার জেরে গতকাল (৬ আগস্ট) বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।”
মানববন্ধন থেকে বক্তারা সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন জব্দ এবং সড়কে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান।