সিলেট ব্যুরো।।
সিলেটে বিআরটির মোবাইল কোর্টের নামে পরিবহন খাতে অতিরিক্ত জরিমানা আদায় ও ডাম্পিংয়ের অভিযোগ তুলে প্রতিবাদে ফুঁসে উঠেছে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনগুলো। এ অবস্থায় ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশন।
সংগঠনগুলো জানিয়েছে, আগামী ১১ আগস্টের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে ওই দিন থেকে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন। তিনি তার বক্তব্যে ৮ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে:
সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে বিআরটির মোবাইল কোর্ট বসিয়ে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিবহন চালকদের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায় ও গাড়ি ডাম্পিং করা হচ্ছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক ও অমানবিক।
এসময় পরিবহন নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে গণপরিবহন সম্পূর্ণ অচল করে দেওয়া হবে।