মোঃ রবিন আলী
জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকা রাখার অভিযোগে মামুনুর রশিদ (৪০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সরিষাবাড়ী উপজেলার সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ বাংলাদেশ পুলিশের একজন সাবেক কর্মকর্তা। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহুলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৩২টি (মোট ১৬ হাজার টাকা), ১ হাজার টাকার আসল নোট ১০০টি এবং ৫০০ টাকার আসল নোট ২০০টি—মোট ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন উৎস থেকে জাল টাকা সংগ্রহ করে জনসাধারণের মধ্যে আসল টাকার মতো চালিয়ে দিতেন। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই শাহীন মিয়া।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, আটক মামুনুর রশিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।