এম আলী আকবর, ব্যুরো চিফ
বাগেরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান সম্প্রতি রামপাল উপজেলায় এক প্রশাসনিক ও মানবিক সফর সম্পন্ন করেছেন। এই সফর ছিল একাধারে সরকারি দায়িত্ব পালনের নিখুঁত উদাহরণ এবং প্রান্তিক পর্যায়ে উন্নয়ন ও জনসংযোগের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সফরকালে জেলা প্রশাসক মহোদয় রামপাল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষের মুখে শোনেন তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা।
পরিদর্শনের গুরুত্বপূর্ণ অংশ ছিল রামপাল থানা সফর। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়—যা ছিল রাষ্ট্রীয় মর্যাদা ও প্রশাসনিক শৃঙ্খলার এক নিখুঁত প্রতিফলন।
জেলা প্রশাসক থানা পরিদর্শনকালে অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমানের সঙ্গে রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা করেন। এই মতবিনিময় ছিল মাঠপর্যায়ের নিরাপত্তা ও জনসেবার মৌলিক দিকগুলো পুনর্মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ প্রয়াস।
সফর শেষে তিনি রামপাল উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় দপ্তরগুলোর কাজের অগ্রগতি, সেবার মান এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
এই সফরে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) জনাব আফতাব আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। তাঁরা সক্রিয়ভাবে সফরের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সফরকে সফল ও অর্থবহ করে তোলেন।
জেলা প্রশাসক তাঁর দায়িত্বশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনগণের প্রতি গভীর দায়বদ্ধতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশাসনিক অঙ্গনে এক প্রেরণাদায়ী উদাহরণ। তাঁর উপস্থিতি যেন রামপালবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে—এই সফর কেবল প্রতীকী নয়, বাস্তব উন্নয়ন ও জনসেবার রূপকার হয়ে উঠবে।