বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ খায়রুল হক শিমুল, জাতীয় নাগরিক কমিটির সবুজ মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম, স্থানীয় সাংবাদিক এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ডা. সাইদুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই টিকা গ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন কার্ড ছাড়াও টিকা গ্রহণ সম্ভব হলেও, পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহণে সমস্যা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সভায় সহজে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
ডা. সাইদুর রহমান আরও জানান, টিসিভি (Typhoid Conjugate Vaccine) ক্যাম্পেইনের আওতায় মধুপুর উপজেলায় মোট ৮১,৯৫৭ শিশুকে এ টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. নাজমুল হুদা।