আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নদী-নালা ও খাল-বিলের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক ব্যপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার লখপুর ইউনিয়নের মাসকাটা খাল এবং জুগিখালী খালের ১০ গেট ও ৬ গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, নেট ও পাটা উচ্ছেদ করে তা ধ্বংস করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। তার সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ, ফকিরহাট মডেল থানার এএসআই মিন্টু বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল শেখ এবং পুলিশের একটি টিম।
স্থানীয় মাছচাষি মো. শরিফুল ইসলাম জানান, “নদী-খালে জাল-পাটা বসানোর কারণে পানি আটকে গিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব অপসারণের ফলে পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং জলাবদ্ধতা কমে আসবে।”
সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, “এইসব অবৈধ বাঁধ শুধু পানি চলাচলে বাধা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন, পরিবেশ এবং সামগ্রিক জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীকে এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”