এম আলী আকবর, ব্যুরো চিফ | দৈনিক সংবাদ ৭১
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন “নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ” প্রকল্পের সুপারভাইজার মো. সেলিম শেখ (৫৪) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে তিনি প্রকল্প অফিসের একটি কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় সহকর্মীরা তার কক্ষে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
প্রকল্পের সার্ভেয়ার আব্দুল্লাহ আল হুসাইন ফাহাদ জানান, “রাতে আমরা একসাথে খাওয়ার পর তিনি ঘুমাতে যান। সকালে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হলে দরজা খুলে দেখি তিনি নিস্তেজ অবস্থায় আছেন।”
মরহুম সেলিম শেখ বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আলাউদ্দিন শেখের ছেলে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।