মো: মাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বাগেরহাট
“তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি
তারুণ্যের শক্তি বয়ে আনবে সমৃদ্ধি”
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কোডেক-সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৬ আগস্ট ২০২৫ বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নে আয়োজিত হয় একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি।
কৈশোর কার্যক্রম ও যুব উন্নয়ন কার্যক্রমের সদস্যদের অংশগ্রহণে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধিসহ মোট ৩০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এই উদ্যোগে যুব ও কিশোরদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। তারা স্বতঃস্ফূর্তভাবে গাছ রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করে।
উপস্থিত অতিথিরা কোডেকের এমন উদ্যোগকে সময়োপযোগী ও সমাজের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।