মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অভিযোগে তিনটি স্বর্ণালঙ্কার দোকানকে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
অভিযানকালে শহরের ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণালঙ্কারের দোকানে সরেজমিনে তদারকি করা হয়।
স্বর্ণ ব্যবসায়ীরা পরিমাপে অনিয়ম ও ত্রুটিপূর্ণ ওজন যন্ত্র ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। এ সময় জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে তাদের যন্ত্রগুলো যাচাই ও মেরামতের জন্য।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম সতর্ক করে জানান, “ভবিষ্যতে কেউ ত্রুটিপূর্ণ ওজন যন্ত্র দিয়ে স্বর্ণ বিক্রি করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া, একই দিন কক্সবাজার শহরের কয়েকটি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ৯টি ওষুধের দোকানকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা।