স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ | দৈনিক সংবাদ ৭১
আশুলিয়ায় গুলি করে ছয়জনকে হত্যার পর তাঁদের লাশ আগুনে পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য এই দিন ধার্য করেন বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। এ সময় মামলার গ্রেপ্তার আট আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন—
এছাড়াও মামলার আরও ৮ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
এর আগে, গত ২ জুলাই এই মামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম। পরোয়ানা কার্যকর না হওয়ায় পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবুও তাঁরা হাজির না হলে ট্রাইব্যুনাল তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট, আশুলিয়ায় রাজনৈতিক আন্দোলনের সময় পুলিশ গুলি চালায় এবং পরে ছয় তরুণকে একটি ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ছয়জন পুড়ে মারা যান। অভিযোগে বলা হয়, আগুন ধরানোর সময় অন্তত একজন জীবিত ছিলেন।