আফতাব উদ্দীন
সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হন।
পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের করা হয়, যা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন,
“যাদের রক্তের বিনিময়ে আমরা হাসিনা-মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, সেই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব, সংগ্রাম করব।”
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,
“আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটের অধিকার আদায় করে আমরা বিজয়ী হব। সুনামগঞ্জ বিএনপি ধানের শীষের ঘাঁটি—এখান থেকেই বিজয়ের স্লোগান শুরু হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও ঐক্যবদ্ধ পরিবেশ।