শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবির ২৮ নম্বর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, আটক শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৩৩ হাজার টাকা এবং কসমেটিকস সামগ্রীর মূল্য প্রায় ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য দাঁড়ায় ৫৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
অভিযানে অংশ নেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিলের নেতৃত্বে সেনাবাহিনীর ১০ সদস্য এবং বিজিবি-৩১৫ এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টারসহ বিজিবির আরও ১৪ সদস্য।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ভারতের সাথে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিজিবির ১৯টি বিওপির সদস্যরা চোরাচালান রোধে স্থলপথ ও নৌপথে গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, জব্দকৃত সমস্ত অবৈধ ভারতীয় পণ্য দ্রুত সুনামগঞ্জ কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।