বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন
আলোচনা সভায় ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র সমন্বয়ক সুখময় তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে। ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেষ্ট হতে হবে।”
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, এই দিবসটি শুধুমাত্র স্মরণ করার জন্য নয়, বরং এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনের প্রতিটি ধাপে সকলকে সোচ্চার হতে হবে।