আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে রূপালী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন নারী ছিনতাইকারী। তবে উপস্থিত জনতার তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারীদের আটক করে পুরো টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার, ৬ আগস্ট ২০২৫ দুপুর ১২টা ৩০ মিনিটে, ফকিরহাট উপজেলার রূপালী ব্যাংক শাখার সামনের সড়কে।
ভুক্তভোগী নারী হোচলা গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রবিউল ইসলামের স্ত্রী। তিনি ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিন নারী তার সামনে এসে বলেন, “আপনার বাচ্চা কাঁদছে”—এমন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। মুহূর্তেই তারা ভুক্তভোগীর ব্যাগে রাখা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। পরে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগীর সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয়।
১. শুবা খাতুন (২৪)
২. রিনা বেগম (৩৫)
৩. তানিয়া (২২)
তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বলরামপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য।
এই চাঞ্চল্যকর ঘটনায় ফকিরহাট বাজার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।