আজিজুর রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৪নং জাড়িয়া-বারইডাঙ্গা গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে স্থানীয় বাসিন্দা মামুন বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মামুন বিশ্বাস ও তার স্ত্রী আলেয়া বেগম ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির এডজাস্টার ফ্যান ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার, জামদানি শাড়ি ও নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় ডাকাতরা মামুন বিশ্বাস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়।
পরদিন সকালে তাদের পুত্রবধূ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। তিনি দেখতে পান দম্পতি অচেতন অবস্থায় পড়ে আছেন এবং ঘরের আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়েছে।
পরে প্রতিবেশীদের সহায়তায় আহত দম্পতিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানার একটি পুলিশ দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এই ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।