আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিপুল জনসমাগম
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি | ৬ আগস্ট ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে ‘জুলাই ২৪ গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে আয়োজিত বিজয় র্যালিটি উপজেলার পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পাঁচমাথায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডল।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।
আলোচনায় আরও বক্তব্য রাখেন—
পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,
জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন,
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু,
সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন,
বিএনপি নেতা এনামুল হক,
ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান,
বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান বাবুল মহুরী,
আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান,
বিএনপি নেতা রবিউল ইসলাম,
কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা শামীম হোসেন ও জবাইদুল ইসলাম,
থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুম মন্ডল,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী,
কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নুরুল্লাহ এবং ছাত্রনেতা মারুফ হাসান রোমেল প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক সাহসী আন্দোলনের নাম। এ দিনটির তাৎপর্য নতুন প্রজন্মকে জানাতে হবে, যাতে করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন আরও বেগবান হয়।”