নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের ব্রহ্মসমাজ সড়কস্থ আদালত চত্বর এলাকা থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয় মূল সমাবেশস্থলে।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।
বক্তব্য রাখেন:
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতায় থেকে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং বহু নেতাকর্মীকে কারাভোগ ও জীবন দিতে হয়েছে।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। তবে এখনও ষড়যন্ত্র থেমে নেই। সেই প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন (২০২৬ সালের ফেব্রুয়ারি) সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সবার মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দল পরিচালিত হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।