স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি হোটেল থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এই অভিযান পরিচালনা করেন।
বিকেল চারটার দিকে চৌগাছা পুরাতন কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘আদি ঘোষ ডেয়ারি’তে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রির অভিযোগে হোটেল মালিক হরেণ চন্দ্র ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কোটচাঁদপুর সড়কের ‘ডিজিটাল ঘোষ ডেয়ারি’তে অভিযান চালিয়ে ৩ হাজার, হাইস্কুল সড়কের ‘বিপুল হোটেল’ ও ‘রাশেদ হোটেল’কে যথাক্রমে ২ হাজার করে এবং ‘বাদল ঘোষ ডেয়ারি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯, ৫১ ও ৫২ ধারা অনুযায়ী এসব হোটেল মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে তাদের সতর্কও করা হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।