প্রভাষক জাহিদ হাসান
ডিজিটাল ডেস্ক | দৈনিক সংবাদ ৭১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। ইমরান খানের কারাদণ্ডের দুই বছর পূর্ণ হওয়ায় মঙ্গলবার (৫ আগস্ট) দেশজুড়ে এই আন্দোলনের সূচনা করে দলটি।
পিটিআই জানিয়েছে, ইমরান খানের মুক্তি এবং বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রান্তে মিছিল, সমাবেশ ও গণজমায়েত করছেন পিটিআই কর্মী-সমর্থকরা।
এই প্রতিবাদ কর্মসূচির সময় লাহোরে অন্তত ছয়জন এমপিএ (প্রাদেশিক পরিষদের সদস্য) ও বিরোধীদলীয় উপনেতা মইন কুরেশিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হওয়া এমপিএ’রা হলেন:
পিটিআই অভিযোগ করেছে, লাহোরে ৩০০-রও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং দলের সিনিয়র নেতাদের বাড়িতে একাধিক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দলটির ভাষ্যমতে, প্রতিবাদ দমন করতে বয়স্ক সমর্থকদেরও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
এছাড়া, এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে পিটিআই ইসলামাবাদ জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দারকে “আইওয়ান-ই-আদল” থেকে জোরপূর্বক গ্রেফতার করা হয়েছে।
পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, “৫ আগস্ট আমাদের আন্দোলনের সূচনা হলেও এটি কোনো চূড়ান্ত আহ্বান নয়। এটি একটি চলমান রাজনৈতিক সংগ্রাম।” তিনি জানান, দলীয় প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে এবং কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই ধারার আওতায় রাওয়ালপিন্ডিতে সকল ধরনের গণজমায়েত, বিক্ষোভ ও চারজনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং দলের দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে পিটিআই ২০২৫ সালের ৫ আগস্টকে বেছে নেয়।