স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ
দৈনিক সংবাদ ৭১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে আদেশ ঘোষণা করার কথা রয়েছে।
গত ৩০ জুলাই আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন।
এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁরা হলেন—
শুনানিতে পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত চারজন আইনজীবী অংশ নেন। তাঁরা আসামিদের অব্যাহতির আবেদন জানান। এসআই আমীর হোসেনের আইনজীবী বলেন, তাঁর মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি চালাতে বাধ্য হয়েছেন, ফলে এ ঘটনায় তাঁর কোনো ব্যক্তিগত দায় নেই।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগের পক্ষে যথেষ্ট সাক্ষ্য ও প্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তিনি দ্রুত অভিযোগ গঠনের আবেদন জানান।
এর আগে গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর ট্রাইব্যুনাল তা আমলে নেয়। সেই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আরও দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ট্রাইব্যুনালের আজকের আদেশে মামলার বিচার প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।