আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার,
দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট:
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে “জুলাই জাগরণ – নব উদ্যোমে বিনির্মাণ” শীর্ষক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শহরের কেন্দ্রীয় একটি পয়েন্ট থেকে “শহীদি কাফেলা”-র অংশগ্রহণে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রশিবির বাগেরহাট জেলার সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন থানা ও ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,
“গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি প্রেরণার নাম। শহীদের রক্তে রঞ্জিত এই পথচলা আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়।”
তারা আরও বলেন,
“জুলাই মাস আমাদের আন্দোলন ও সংগ্রামের প্রতীক। আমরা শহীদদের আদর্শ বুকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”
আয়োজনে ছাত্রদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন জুড়ে ছিল উদ্দীপনা ও চেতনার বহিঃপ্রকাশ।