শত শত ফেক আইডির হোতা, ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংবাদ ৭১
খুলনার ফুলতলা উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ভয়ংকর সাইবার প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রটির মূলহোতা হিসেবে উঠে এসেছে সৈয়দ ইসরাফিল হোসেন রাজুর নাম, যিনি ফুলতলার বাসিন্দা এবং পিতা সৈয়েদ আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল দীর্ঘদিন ধরে শত শত ফেক আইডি খুলে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, নারী এবং পেশাজীবীদের ব্ল্যাকমেইল করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয় রয়ে গেছে।
সম্প্রতি ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন ইসরাফিল হোসেন রাজু। একই চক্রের সদস্য তার ছেলে সৈয়দ ইয়াসিন আরাফাত, যশোর জেলার অভয়নগরের বাসিন্দা, যার বিরুদ্ধেও রয়েছে একাধিক প্রতারণার অভিযোগ। চক্রটি একাধিক বিয়ে, পরিচয় গোপন করে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত।
চক্রের কার্যক্রম খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত। মামলার পাশাপাশি অভিযোগ রয়েছে, তারা রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই আইনের চোখ ফাঁকি দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
একাধিক সাংবাদিক ও স্থানীয় প্রতিবাদকারীদেরকেও হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন চক্রের সদস্যরা। সম্প্রতি জাতীয় এক পত্রিকার সাংবাদিক চক্রের অপকর্মের সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা বলেন, “আমার বিরুদ্ধে নিউজ করলে তোকে ৫০ হাজার টাকা খরচ করে মেরে ফেলবো।”
স্থানীয় এক চায়ের দোকানে (শীতের ঘাট) জনসম্মুখে অশালীন ভাষায় হুমকি ও চিৎকার করে চক্রের সদস্যরা আতঙ্ক ছড়ায়। এমনকি সাংবাদিকদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে, পরিচয়পত্র হ্যাক করে ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্ল্যাকমেইল করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, মাত্র ১২ বছর বয়স থেকেই চুরির সাথে যুক্ত ছিলেন ইসরাফিল। গ্রামে একাধিকবার চুরির দায়ে ধরা পড়লে তাকে জুতার মালা পরিয়ে শাস্তি দেওয়া হয়। দীর্ঘদিন জেলখেটে বেরিয়ে এসে তিনি এখন সাইবার প্রতারণা জগতের কুখ্যাত নাম।
এ বিষয়ে দেশজুড়ে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি উঠেছে— এই ভয়ংকর ডিজিটাল প্রতারক ও ব্ল্যাকমেইলার চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
দৈনিক সংবাদ ৭১-এর পরবর্তী প্রতিবেদনে থাকছে— ভিডিও ও প্রমাণসহ চক্রের আরও অজানা তথ্য। (পর্ব–৬)