দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
প্রভাষক জাহিদ হাসান
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন—এমনটাই জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। খবর আনাদোলুর।
ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, “ফয়সালা হয়ে গেছে, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছি।”
ওই কর্মকর্তা আরও বলেন, “যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে, সেখানেও অভিযান চলবে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ এতে সম্মত না হন, তবে তাকে পদত্যাগ করতে হবে।”
ইসরায়েলি চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হতে পারে।
সরকারি সম্প্রচার সংস্থা কান জানায়, নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে আপত্তি জানিয়েছে। “গাজা দখল” শব্দটি ব্যবহার করে তিনি হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইয়েদিওথ আহরোনোথ আরও দাবি করেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন।