শফিকুল বারি, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’-এর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ-জগন্নাথপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহেল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াস আহমদ, জামালগঞ্জ উপজেলার জয়েন্ট সেক্রেটারি ক্বারী মাহদী আল হাসান, মুফতি এহসান রেজা (সঞ্চালক), ইসলামী শ্রমিক আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান সজীব, মাওলানা আব্দুস শহিদ, হুসাইন আহমদ, রায়হান বিন মুজাহিদ, এবং শফিকুল বারি প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ ও কল্যাণভিত্তিক একটি রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।