আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভায় হাজারো মানুষের ঢল নামে শহরে।
সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনিক কর্মকর্তা, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। র্যালিটি শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান সমন্বয়ক ও বাগেরহাট জেলা নেতা এম. এ. সালাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের মনোনীত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।
আলোচনা সভায় বক্তারা বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে উজ্জীবিত করেছে। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিন আমাদের মনে করিয়ে দেয়, গণমানুষের শক্তি কখনো ব্যর্থ হয় না।”
তারা আরও বলেন,
“জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীসমাজ এবং তরুণ শিক্ষার্থীরা।
বাগেরহাট জেলা প্রশাসনের এমন ঐতিহাসিক আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই দিবসকে এক মহামিলনমেলায় পরিণত করেছে। সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে এ আয়োজন।