শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যুরো প্রধান, খুলনা
খুলনার ফুলতলায় বিরল এক ঘটনার সাক্ষী হলো জনগণ। একই স্থান ও মঞ্চে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উদযাপন করেছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে ফুলতলা স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামী এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। সভায় ৫ আগস্টের শহীদদের স্মরণে নানা দিক আলোচনায় উঠে আসে।
পরে আসরের নামাজের পর একই স্থানে বিএনপি তাদের আনুষ্ঠানিকতা শুরু করে। বক্তারা এই দিনকে ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লার রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী উভয় দলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করে।
ফুলতলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ফুলতলা স্বাধীনতা চত্বর এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দুই দলের এই যুগপৎ কর্মসূচি স্থানীয়ভাবে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।